হেরিটেজ ট্যুর- জটার দেউল, দঃ ২৪ পরগনা

হেরিটেজ ট্যুর- জটার দেউল, দঃ ২৪ পরগনা

বাংলার মন্দির বা দেউল ঐতিহ্যের অন্যতম হল দক্ষিণ ২৪ পরগনার জটার দেউল। প্রাক মুসলিম সময়ের যে ১৪১৫টি দেউল এখনো পশ্চিমবঙ্গে বর্তমান তার মধ্যে অন্যতম হল এই জটার দেউল। ২০১৯ সালের দুর্গাপূজোর সপ্তমীতে ব্যারাকপুর ফটোলাভার্স এসোসিয়েশনের সদস্যরা এই এডভেঞ্চারে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ইতোপূর্বে বিপিএ সদস্যরা অন্যান্য যেসব দেউল পরিদর্শন করেন সেগুলি হল বর্ধমানের ইছাই ঘোষের দেউল, বরাকরের সিদ্ধেশ্বর মন্দির, কালনার প্রতাপেশ্বর মন্দির, পুরুলিয়ার বান্দা, পাররা, বোরাম দেউল ইত্যাদি। এই সবকটি অভিযানের নেতৃত্বে ছিলেন বিপিএ র সভাপতি শ্রী শম্ভু ভট্টাচার্য মহাশয়।

জটার দেউল বিপিএ সদস্যদের একটি অন্যতম ব্যতিক্রমী ভ্রমণ। চৌকোন ভিতে (৩১ফুট বাই ৩১ ফুট) উড়িষ্যা রীতির আদলে নির্মিত এটি একটি রেখদেউল, উচ্চতা ১০০ ফুট। অনুমান, রাজা জয়চন্দ্র এটি নির্মাণ করেন ৯৭৫ খ্রিষ্টাব্দে। বিস্ময়ের কথা হল, সুন্দরবনের গহীন জঙ্গলে অত দিন আগে এরকম একটি উন্নত স্থাপত্য কি কারণে গড়ে উঠেছিল এ বিষয়ে ঐতিহাসিকেরা সঠিক কিছু জানাতে পারেন নি। এ অঞ্চল জুড়ে সম মানের আর কোন দেউল মন্দিরের সন্ধানও পাওয়া যায় নি। ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে সরকারী স্তরে অনুসন্ধানের ফলে এই পুরাকীর্তির সংবাদ জানতে পারা যায়। বর্তমানে ভারতের পুরাতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণ করছেন। দেউলের মস্তকটি পুণর্নিমানের ফলে এর সৌন্দর্য অনেকাংশে নষ্ট হয়ে গেছে। মন্দিরের গায়ের অলঙ্করণও মাত্র দশ শতাংশ সংরক্ষণ করা সম্ভব হয়েছে।

Leave a Reply

No announcement available or all announcement expired.